Ads Area

বাংলা মায়ের কোলে - হারান চন্দ্র মিস্ত্রী

বাংলা মায়ের কোলে 
হারান চন্দ্র মিস্ত্রী  


বাংলা মায়ের স্নেহের আঁচল
গাছের পাতায় রেখে
পশু-পাখি নর-নারীর 
ছায়ায় দিল ঢেকে।

ময়না টিয়া দোয়েল শালিক
বসে গাছে গাছে,
সাগর নদী বিল পুকুরে
সাঁতার কাটে মাছে।

এই মাটিতে ফলিযয়ে ধান  
চাষি গোলা ভরে,
উদাস বাউল মাতায় পাড়া 
মেঠো সুর ও স্বরে।
 
চাঁদ পাহাড় বন ঝর্ণাধারা 
ডাকে কাছে যেতে,
ফুলে ফলে ভুমিতলে
বৃক্ষ ওঠে মেতে।

একটা কথা বলছি বাপু 
কেউ যেয়ো না রেগে,
বাঘ-হরিণে সোঁদর বনে
ছোটে হাওয়ার বেগে।
________




হারান চন্দ্র মিস্ত্রী  

Haran Chandra Mistry 
Professon: Primary Teacher 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area