অমৃত--স্বপ্ন // বদরুদ্দোজা শেখু-------------------------------------
চারিপাশ জোর হলো ঘনঘোর, কালো কালো মেঘরাজি
নত হ'য়ে আসে সজল বাতাসে উপচানো ভরা সাজি,
মনমাঝি আজ ছেড়েছে দরাজ তার কল্পনা-ঘুড়ি
যায় যাবে যাক কৈতোরীর বাঁক মেঘের সঙ্গে উড়ি'--
ছিঁড়ে যাক সুতো , আমি বস্তুতঃ দারুণ উল্লসিত
ফুটিফাটা মাটি পাবে পাক্কা খাঁটি সুশীতল অমৃত,
বৃষ্টি-মগ্ন ঝিমাবে স্বপ্ন ঝিমাবে স্থূল চেতনা
ঘুমোবে আকাশে বিভোর বাতাসে তৃপ্ত দুখযাতনা
জাগবে স্বপনে চারার রোপণে ক্ষিপ্র দৃপ্ত হাত
হবো মশগুল ব্যস্ত বিপুল চাষাবাদে দিনরাত ।
( ১০ পঙ্ক্তি )
------------------------------------
কবির নাম-- বদরুদ্দোজা শেখু
ঠিকানা-- 18 নিরুপমা দেবী রোড , বাইলেন 12 ,
শহর+পোঃ- বহরমপুর , জেলা--মুর্শিদাবাদ,
PIN -742101
পঃ বঙ্গ , ভারত ।