Ads Area

সুখের নীতি - হারান চন্দ্র মিস্ত্রী



হারান চন্দ্র মিস্ত্রী
জীবজগতে দুঃখ-কষ্ট 
বিধির লিখন নয়।
যাহার ভাগ্য তাহার কাছে
গড়ার দায় যে তারই আছে,
করতে দুঃখ জয়।

সংসার জগৎ সহজ তো নয়
যেথায় সবার ঠাঁই।
অলস হলে মানব জীবন
হয় না তাতে ধন উপার্জন,
কি পরি কি খাই!

মৌমাছিরা কঠোর শ্রমে
বানিয়ে মৌচাক,
ফুলে ফুলে ঘুরে ঘুরে
মধু এনে রাখে পুরে
যেথায় তারা যাক।

অলস জীবন মজা নদী
ডেকে আনে দুখ।
পরিশ্রমের বিকল্প নেই,
ধন-সম্পদ হবে শ্রমেই,
ধরা দেবে সুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area