Ads Area

মাছরাঙা ও পানকৌড়ি - গোলাপ মাহমুদ সৌরভ

 মাছরাঙা ও পানকৌড়ি 

গোলাপ মাহমুদ সৌরভ 

 মাছরাঙারা ভীড় জমেছে 
পাড়াতলীর বিলে, 
পানকৌড়িরা ডোব মেরেছে 
পদ্ম পাতার ঝিলে। 

মাছরাঙারা চুপটি করে 
খুঁটির উপর বসে, 
মাছটি যখন ভেসে ওঠে 
ধরে ঠোঁটে কসে। 

মাছরাঙা পাখি দলবেঁধে 
বিলের ধারে ঘুরে, 
তীক্ষ্ণ চোখে তাক করে 
নেয় যে মাছটি কুঁড়ে। 

পানকৌড়িরা শিকার করে 
ডোব দিয়ে জলে, 
খালে বিলে থাকে তারা
মাছ ধরার ছলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area