অদ্যাখা
©মম
ওরে ও বৃষ্টি ডিয়ার!
তোর দ্যাখা নেই ক্যানো, বল!
শোন শোন শোন, হিয়ার!
বেওকুব, ক্যানো করিস কম্ম, এ হ্যানো?
জানিস নাকি, তোর জন্য প্রাণ আইঢাই।
এই বুঝি মরে যাই।
জলদি আয় চলে!
ধরাকে ভেজা তোর জলে।
না আসলে কি চলে?
চাতক ছাতি ফাটায়,
ফটিক জল, বলে বলে বলে।
তোর অদ্যাখায় শুষ্ক-রুক্ষতায় জীব জীবন কাটায়।
ও বৃষ্টি, এবার ঝরে পড়!
মাটি সিক্ত কর!