মুগ্ধতা
শুভ্র মাহমুদ আমি মুগ্ধ নয়নে চাহিয়া থাকিবো তোমারই প্রানে লজ্জা মাখানো হাসি তোমার মুখ লুকিয়ে ডাকো মুক্তঝরা হাসি তোমার রক্তউঞ্জয়ী ঠুটে আমি মুগ্ধ নয়নে চাহিয়া থাকিবো তোমারই প্রানে মৃধু রোদ্ধুর হলদে ছড়া রংঙে হেলায় ধুলায় পা খানি তোমার![]() |
শুভ্র মাহমুদ |
আলতো ছুঁয়ে শিশিরে স্নান করাবো তোমার আমি মুগ্ধ নয়নে চাহিয়া থাকিবো তোমারই প্রানে মুক্ত বাতাসের স্নিগ্ধ সুষমায় হাটিয়া তুমি ঘাস ফড়িং এর ছোঁয়া তোমার মনমাতানো সকাল সন্ধ্যায় প্রকৃতি তোমার আগমনে শিতলতা ছড়ায় আমি নয়নে চাহিয়া থাকিবো তোমারই প্রাণে