Ads Area

একটা টাইম মেশিন চাই -সঞ্জয় মাহাত

 *একটা টাইম মেশিন চাই*

*সঞ্জয় মাহাত* হঠাৎ হঠাৎ ধাক্কা লাগে স্মৃতির মণিকোঠায়; ছোট্ট কিছু কথা এসে
সঞ্জয় মাহাত

ভোরের ঘুম ভাঙায়।। দাম না জানা হীরের দল চিবুক বেয়ে ধায়; কেউ কি পারবে দিতে? একটা টাইম মেশিন চাই- অর্থ, খ্যাতি, যশ বা গ্লানি - ব্যর্থ মনে হয়; ব্যাকুল পরান শুধুই কেন পেছন পানে চায়? “কিশোর আমি”র দেখা যদি আর একটি বার পাই; সত্যি বলছি বন্ধু, একটা টাইম মেশিন চাই। খড় বিচালির ছাউনি মাঝে মাঝ বিকেলের হাট; কাশ বাগানের চামর ঘেরা নদীর ধারের মাঠ। তালগাছের ওই ডালরুপি ব্যাট হয়ত দেবে ড়াক… “বেলা গড়ায়, খেলবি না কি? কাটবি না কি দাগ?” টাইম মেশিন পেলে কিছু রাখবো না আর বাদ; আলের ধারে ডাকছে বসে পায়রা ধরার ফাঁদ।। পাঠশালার ঐ মাটির ঘরের ভাঙ্গা সে চৌকাঠ; টুনুবাবুর আম বাগানের রকমারি স্বাদ। বন্ধুগুলোও খোঁজে জানি ক্লান্ত সাঁঝ বেলায়; সবাই চেয়ে আছে জানি আমার প্রতীক্ষায়। নীরস বাস্তবিকতায় কিছু বাঁচার রসদ চাই; কোথায় পাবো বলো? একটা টাইম মেশিন চাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area