Ads Area

এখনকার রাখাল - কমল ঘোষ


           এখনকার রাখাল
              কমল ঘোষ 

কমল ঘোষ 

পাকারাস্তায় গরুরপাল, সবারই শরীর ভগ্ন,
রাখাল ছেলে চলেছে পিছে, মোবাইলে সে মগ্ন।
গরুগুলো আর যাবে কোথায়, নেই আদিগন্ত ফাঁকা!
ছোট্ট একটা চারণভূমি, নেই গাছপালাতে ঢাকা।
বৃথাই এখন দৌড়ায় না সে, গরুর পিছে পিছে,
গরুর গলে আধুনিক যন্ত্র, ওসব করা মিছে।
কোন গরুটা কি করছে মোবাইলে দেয় ধরা,
গরুর খোঁজ রাখার জন্য অ্যাপ যে আছে ভরা।
রাখালেরও প্রেম নয় আজ আগের মত খাঁটি,
দেখে না সে খেলেও গরু প্লাস্টিকের থালা - বাটি।
বাঁশি আর সে বাজায় নাকো, কাটে মোবাইল ঘেটে,
সখিরা তার দূরেই থাকে, প্রেম করে তারা নেটে।
গহনবন নেইকো আজ, নেই মস্ত বড় ডাল,
মোহনবাঁশি বাজে না আর, এখন যা দিনকাল।
কোম্পানির বিজ্ঞাপনবাহী বড় ছাতাটির নীচে,
অন্তর্জালে ডুব দেয় সে, দেখে না ফিরে পিছে। 



ঠিকানা - জেলা - পশ্চিম মেদিনীপুর, সূচক - ৭২১৩০১, পশ্চিমবঙ্গ, ভারত, 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area