Ads Area

আষাঢ়ে অসার জীবন - লায়ন সালেহ আহমেদ

আষাঢ়ে অসার জীবন ----- লায়ন সালেহ আহমেদ

তারিখঃ ২০/০৬/২০২২

ঝর ঝর আষাঢ়ে, আছি একা বসারে
ছন্দ হিন্দোলে নাচেমন, মেঘেতে স্নিগ্ধ গগণ, কোমল মলয় সমীরণ লবঙ্গলতা করে ঝনঝন।। বরষণ ঝমঝম, বজ্রপাত নহে কম ভয়েতে আতঙ্ক জাগে, সঘনে যামিনী, চমকায় দামিনী শূন্যতা বৃক্ষ শাঁখে।। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, করে অনাসৃষ্টি হাসেনা মৃদু মধু হাসিনী, নীরব তাল-তমাল, পঙ্কিল পথে বেসামাল হারালাম কী মঞ্জুল ভাষিণী? স্বেদ ফুলমধু, চুঁয়ে বিন্দু বিন্দু বিকশিত যেন কদম্ব, ঠাণ্ডায় কনকন, পাখি ভিজে ক্ষীণমন হারালো তার অবলম্ব।। নীরদ ঘন সিঞ্চনে, বিদ্যুৎ নাগিনী ভীনে ঝরে গেলো কত প্রাণ, আয় সবে বাহুডোরে, বিষাদ ফেলে ঝেরে গেয়ে যাই বেঁচে থাকার গান।।

লায়ন সালেহ আহমেদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area