বানের জলে
----অধরা আলো
তাংঃ- ১৯ /৬/ ২০২২ইং
প্রকৃতি কেনো আজ বিরূপ
ভীষণ করেছে রাগ,
ধ্বংসের লীলায় মেতেছে কেনো,
ধূসর কেনো আকাশ?
ভাসছে মানুষ বানের জলে
মায়ের কোলে সন্তানের লাশ,
হাহাকার আর কান্নায় ভারী আকাশ বাতাস
মরছে পশু, ভাঙ্গছে বাড়ি,নিশ্ব মানুষ
এ কেমন বিচার বিধাতা তোমার,
যেমনি খুশি তেমনি নাচাও নিখুঁত কারিগর
ধনী গরীব তোমার সৃষ্টি কর্মেই তার বিচার
কেউ বা মরে ক্ষুধার জ্বালয় কেউবা ফুলে কলাগাছ
পাপে আজি পরিপূর্ণ এই জগৎ সংসার ।
প্রকৃতি আজ ধৈর্য হারা ভয়ংকর তার ক্রোধ
বর্ষার জলে করছে বিনাশ তোমার সৃষ্টি কূল
নিশ্চুপ কেনো তুমি প্রভু তুমি দয়াময়
মার্জনা করো প্রভু তুমি বিনষ্ট করো পাপাচার!
রক্ষা করো মানবকূল তোমার,
তুৃমি ছাড়া নেইতো কেউ আর।
অধরা আলো |