নারী তুমি সৃষ্টির আরেক নাম।
তোমার তুলনা তুমিই।
তুমি আপাদ মস্তক সুসম্পর্ণা।তুমি প্রকৃতির অপরূপ মহিমা।
তোমার মহিমায় উদ্ভাসিত এই প্রকৃতি।তোমার নিপুন গুনে তুমি সমৃদ্ধ।
তুমি সম্পূর্ণা ঘরে ও বাইরে।
তোমার অনেক নাম,অনেক রুপ, তুমি অবিচল তোমার নিজ সত্ত্বায়।
তুমিই আবার দশভূজা।
তোমায় বোঝেনা যারা,তুমি জবাব দাও তোমার কাজে।
অবুঝ তো তারাই যারা তোমাকে ছোটো করে!
নির্বোধ তো তারাই, যারা তোমাকে অসম্মান করে! হোক তাদের বোধোদয়।
তুমি চাইলে সবই পারো, তুমিই শক্তির আরেক নাম।
ছিনিয়ে নাও তুমি,তোমার অধিকার! অনেক করেছো ক্ষমা,
সয়েছো অনেক ব্যাথা, হও এবার প্রতিবাদী।
।করো দুষ্টের দমন।সৃষ্টিকে করে চলেছো যখন নিজ হাতে পালন।
তুমি পারো তোমার সম্মান রক্ষা করতে! দেরি কেনো তবে!!
বুঝিয়ে দাও তুমি তাদের তোমার ক্ষমতা।চোখের জলে
ভেজালে তুমি কেবল তোমারই আঁচল!
তোমার দয়ালু হৃদয়ের সুযোগ নিয়েছে তারা কেবল।
তোমার কষ্ট,ব্যাথা,বেদনার মূল্য কি তুমি পেয়েছ?তুমি উৎসর্গ করেছো নিজেকে অন্যের তরে।
নিজের জন্য রাখোনা কিছুই।তুমি লুকিয়ে কাঁদো!
বুক চিরে কাঁদো! তোমার কান্নার সাক্ষী শুধু তুমি নিজে।
সামনে করো ভালো থাকার অভিনয়!
তোমার যে অনেক রূপ!তোমার লজ্জা তোমাকে আবৃত করে রাখে শাড়ির আঁচল দিয়ে।
তোমার শরীরে আঘাতের চিহ্ন, তুমি তাতে মলম লাগাও গোপনে। তুমি কেনো এত নিশ্চুপ! তুমি কেনো সার্থপর হতে পারোনা নারী!!!!! কবে বুঝবে নিজের একটু ভালো!!