বুকে ব্যথা মুখে মন্ত্র
©মম
গরীব পূজারী পূজো করে।
ধনীর ঠাকুর ঘরে।
খাঁটি দুধ ঢালে পাথরের 'পরে।
ঘটি ভরে ভরে ভরে,
নিজের হাতে ধরে ধরে ধরে।
এখন তার বুকে বড় ব্যাথা জাগে।
ঘরে দুধের শিশুটি তার;
বাবা হয়ে যে মুখে তার,
দিতে পারে নি দুধ কিনে।
অনেক দারিদ্রতার সংসার পালছে।
সে-ই বাবাই মন্ত্র বলে বলে বলে মুখে
পাথরের শিরে দুধ ঢালছে।
হয় তো ঈশ্বরেরও বুক ফাটছে, দুঃখে।
ভাবে পূজারী, মনে, অসহায়ের মত,
এই দুধ দিতে পারতাম যদি,
আমার ছেলেটার মুখে,
আহা, আসল পূজা তাহলে হত!
সমাজের নাই তো প্রকৃত বোধই।