দুঃখের বাজারে ক্রেতা
গোলাপ মাহমুদ সৌরভ
যখন কোন সুখে ভাসি
তখনই আসে কষ্ট,
সুখগুলো হয় এলোমেলো
দুঃখে জীবন নষ্ট।
মিথ্যে জীবন ভবের ঘরে
মিছেমিছি খেলা,
কিসের তরে ছুটছে মানুষ
রঙিন হাটের মেলা।
এইতো জীবন এইতো শুরু
এরই মাঝে যে কতকিছু
সুখ দুঃখ বেশ।
দুঃখের বাজারে ক্রেতা হয়ে
সুখ কিনতে যাও,
কানাকড়ি যে কতো আছে
হিসাব কষো তাও।