ক্রিয়াপদ
শুভদীপ দত্ত প্রামানিক
মুখে , চোয়ালে নিভিয়ে আসে গণিকার পদার্থবিজ্ঞান
আমার শরীরের সন্ধ্যায় নগুরে পিত্ত
সাতপুরুষের ভিটেতে বোবা কালসর্প ।
ভূতেদের কোনো ভূত নেই
চুপচাপ ধরে নি ব্রহ্মবিন্দু ও মকরক্রান্তি
ছাইয়ের ছড়া জ্বলে ওঠে আশ্বিনের হৃদযন্ত্রে
গাছ ভুলে গেছে খরচের রঙ ।
কোদালের গায়ে লেগে সীতার বৌ রূপ
আগ্রহী ছায়া মেরুদন্ডী হবে ক্রিয়াপদের শেষে ।