বিদ্রোহী নজরুল
গোলাপ মাহমুদ সৌরভ
সাহিত্যের জগৎ পরিপূর্ণ উর্ধাঙ্গে
তুমি ছিলে রসালো সাহিত্যের প্রাণ
দহের চেতনায় উজ্জীবিত মশগুল।
বাংলা সাহিত্যের বিষাদ পরিসরে
তুমি ছিলে প্রতিবাদী কণ্ঠের কবি,
নবদিগন্তের উজ্জ্বল আলোর ছায়া
সাহিত্যের ভূখণ্ডে স্মরণীয় প্রতিচ্ছবি।
তোমার সাহিত্য চেতনার অভিযানে
সহ্য করেছিলে নিপীড়ন নির্যাতন,
তবু্ও থেমে থাকেনি বিদ্রোহী প্রতিবাদ
করেছ কলুষিত সমাজের সংস্করণ।
ভোরের পাখিদের কিচিরমিচির ডাকে
শোনা যেতো বিদ্রোহী নজরুলের গান,
লেটো গান, পত্রিকায় তোমার আবর্তন
কালজয়ী ইসলামী গজলে তুমি উচ্চমান।