১.
জ্ঞানের বাতিঘর
. হাল খাতার হিসাব,এখন তোমার হাতে। মন চাইলে যোজন অথবা বিয়োজন করতে পার। তবে ডিজিটালের ভীড়ে হারিয়ে যাচ্ছে শব্দ ও বাক্য। রক্তে রাঙানো বর্ণগুলো প্রতিনিয়ত হচ্ছে ক্ষত বিক্ষত। বিবর্ণ হয়ে ঝরে পড়ছে উপসর্গ ও অনুসর্গ। জ্ঞান ভান্ডারে প্রবেশ করেছে তেলাপোকা, উইপোকা ও ইঁদুর। ছাড়ঁপোকা বাসা বেঁধেছে মনের কোণে। সুখের স্বর্গরাজ্য ফেইসবুকের পর্দায়, আইডি ও পোস্টে। মাদকতার নেশায় মগ্ন। নেই উত্তর। আবার ফিরবে কি জ্ঞানের বাতিঘর? ২.রঙিন মন
. পৃথিবী যখন ঘুমিয়ে জেগে আমি। পুরো আকাশটা আমার আবাসন। আমি অতীন্দ্রিয় প্রহরী। জেগে আছি নিশি জাগা ধ্রুবতারা ও শুকতারা হয়ে নীল আকাশে। সাত রঙা রামধনুর মতো রঙিন মন। প্রজাপতির মতো পাখনা মেলে উড়ি হেলেদুলে। সুবাসিত সকাল ফুলের সৌরভে আনচান তনুমন মাতাল হাওয়া বহে সারাক্ষণ। সারি সারি তারার ফুল পড়াবো গলে, দোতারা বাজিয়ে গাইবে গান ঝিঁঝিঁ পোকা। লাল গালিচার সংবর্ধনা দিবে চাঁদ নিজেই শুকতারার বাহনে চাঁদে যাব একটি গল্প নিয়ে।
![]() |
কবি নাসরীন রেখা |
. পৃথিবী যখন ঘুমিয়ে জেগে আমি। পুরো আকাশটা আমার আবাসন। আমি অতীন্দ্রিয় প্রহরী। জেগে আছি নিশি জাগা ধ্রুবতারা ও শুকতারা হয়ে নীল আকাশে। সাত রঙা রামধনুর মতো রঙিন মন। প্রজাপতির মতো পাখনা মেলে উড়ি হেলেদুলে। সুবাসিত সকাল ফুলের সৌরভে আনচান তনুমন মাতাল হাওয়া বহে সারাক্ষণ। সারি সারি তারার ফুল পড়াবো গলে, দোতারা বাজিয়ে গাইবে গান ঝিঁঝিঁ পোকা। লাল গালিচার সংবর্ধনা দিবে চাঁদ নিজেই শুকতারার বাহনে চাঁদে যাব একটি গল্প নিয়ে।