Ads Area

প্রাণের সাথী - মোহাম্মদ রফিকুল ইসলাম

 

প্রাণের সাথী 

কলমেঃ মোহাম্মদ রফিকুল ইসলাম 

জীবন টা আসলে এমনই!
এতো হতাশ হওয়ার কিছু নেই। 
হয়তো মানুষ চিনতে ভুল হয়,
কিন্তু এ-ও যে এক মহা বিদ্যালয়! 
চলার পথে আসবে কতো সাথী 
সুসময়ের মাছি গুলো যায় সুখ যাচি 
মজে যাই সেই প্রেমে স্বপ্নের ঘোর 
না দেখলে মরি! তারে দেখলেই বাঁচি!
আমার স্বপ্ন ছিলো ভুল! 
ভুলেই ধরেছি তার আঙুল, 
সে আঙুলের আংটির টোপরে
লুকিয়ে রেখেছিল বিষমাখা ফুল!
যতক্ষণ ছিলো মোর অর্থ, 
লুফে ছিলো সে তার স্বার্থ! 
পরানের অংশ হয়ে আরো কাছে এসে, 
শূন্য থলে মোরে দিয়ে গেলো শেষে। 

শুধু এখানেই শেষ নয় হে-
একদিন আমার ই অজান্তে -
বিষমাখা ফুল দিয়ে জলে
সে জল ঢেলে দিলো আমার ই গলে!
কি পাইনি আমি বন্ধুর কাছে?
বন্ধু ছাড়া মানুষ কেমনে বাঁচে!
বিষ খেয়ে বুঝেছি আজ বন্ধু- মানে 
কিভাবে বাঁচতে হয় একা জীবনে! 
(সমাপ্ত)






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area