গ্রীষ্মের তীব্রদাহ
----অধরা আলো গ্রীষ্মের তীব্র তাপ দাহে অতিষ্ঠ ধরণী বৃষ্টি শূন্য আকাশ কোথাও নেই মেঘের আনাগোনা।![]() |
অধরা আলো |
জলশূন্য শহরের বিলাপ খরতাপে বিদীর্ণ ভূমি অতিষ্ঠ মানব জীবন ঘরে ঘরে রোগ ব্যাধির প্রাদুর্ভাব অস্থির জন জীবন প্রকৃতির এই নির্মম রুপ পাপিষ্ঠাই তার ফলন। গাছে গাছে শুকনো পাতার মর্মর ধ্বনি বাজছে ডালপালা শুকনো হাওয়াই কেবল ভাসছে। ভূমি ফুঁড়ে আগ্নেয়গিরি মেতেছে নিঠুর খেলায় বন বনান্তর জ্বলছে, পুড়ে ছাই অবলীলায়। প্রকৃতি এই বিরূপ রূপে হচ্ছে বেসামাল দিক বেদিক ছুটছে মানুষ প্রখর তাপে বেহাল।