অরুণা চক্রবর্ত্তী
এক কাপ চায়ে আমি
শুধু তোমাদেরই চাই
পাখির কিচির মিচির
কা কা রবের কর্কশ ডাক ।
সাইকেলের টিং টিং ঘন্টি
সকালের খবরের কাগজ
গোল করে প্যাঁচানো
ব্যালকনিতে উড়ে আসা ।
ভোরের আগুন রঙের সূর্য
আগুন রঙ দিকবিদিক ছড়ানো
ঘাসের ডগায় জলন্ত ফুলকি
সূর্য ভেঙে হাজার টুকরো !
এক কাপ চায়ে আমি
হাজার টুকরো সূর্য চাই।
17.7.2022