Ads Area

শুভদীপ দত্ত প্রামানিক’র হাইকু গুচ্ছ

১ . 

রূপ মৃত্যু কি ? 
চোখের নীচে কুহু
বসন্তের কোভিড ! 

২ . 

জন্মের হাট , 
রাক্ষসের মাথায় 
বিশ্বাস-মিথ্যা অক্ষর । 

৩ . 

শূন্যও খাচ্ছি । 
কামনার কোণে ঈ
প্রেতের ছায়া কাঁদছে ! 

৪ . 


ব্রহ্মে আগুন । 
লঘু ভরসা পাপ
পাপকে দি চক্রব্যূহ । 

৫ . 

সত্য কে চিনি
মিথ্যার পিতা যেন
আকন্দ পাতায় স্তন । 

৬ .  

শোকে শঙ্খকলা
মূঢ় ছায়া ভঙ্গুর 
আমি কে ? আমিই কলা । 

৭ . 

দক্ষিণাকালী
প্রকট হন জিভে
আমার জিভে পাপাত্মা । 

৮ . 

মুঠোতে রক্ত । 
ঢিলা গানে গুজব
তুমি চাঁদের শত্রু...হ্যাঁ ! 




ঠিকানা :

শুভদীপ দত্ত প্রামানিক

জেলা : বীরভূম 
থানা : নানুর
পিন : ৭৩১৩০২




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area