Ads Area

স্মৃতি বেদনাময় - তপন কুমার পাল

স্মৃতি বেদনাময়

তপন কুমার পাল তের্জারিমা কবিতা হারানো সেই স্মৃতিগুলো পিছন ফিরে ডাকে, ব্যথায় হৃদয় যায় যে ভরে দুঃখে আঁখি ঝরে যায় না ভোলা কোন মতেই জীবন নদীর বাঁকে। ছোট বড়ো কতো কথা জমা হৃদের ঘরে, বহু বছর কেটে গেলো দেখিনি যে তারে আশায় আজো বসে আছি তারই স্মৃতি ধরে। যতই তাকে ভুলতে যে চাই পিছন নাহি ছাড়ে, জীবন বেলার শেষ বিকেলে ভীষণ পড়ে মনে স্মৃতির পটে ভেসে ওঠে শান্তি মনের কাড়ে। চিতা সম জ্বলে হিয়া পোড়ে ক্ষণে ক্ষণে, ভালোবেসে এতো জ্বালা বুঝিনি তো আগে ডাকে নাহি আশার পাখি আজ হৃদয়ের বনে। বেদনার যে বালুচরে কতো কথা জাগে, স্মৃতিগুলো জাগায় ব্যথা শেলের মত লাগে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area