Ads Area

শোকে কাতর - তপন কুমার পাল

'দিন আগে পিতা আমার গেলো স্বর্গে চলে, শোকে কাতর হৃদয়খানি ভাসে নয়ন জলে। ভাল্লাগে না মনের মাঝে দুখের হাওয়া বয়, শান্তি মনে আসে না ভাই কষ্ট করে জয়। বছর ঘুরে ঈদ এসেছে আনন্দ না লাগে, খুশির হাওয়া চতুর্দিকে তবু কষ্ট জাগে। ঘরে আমার বৃদ্ধ মাতা সারাটা দিন ধরে, পিতার শোকে পাথর হয়ে একলা থাকে পড়ে। ঈদের খুশি নাই পরানে আজি সুখের দিনে, বিষাদ ঘন সুর বাজে যে মম হৃদয় বীণে। নতুন টুপি মাথায় পরে সবাই মিলে আজ, ঈদ খুশিতে মেতেছে হায় মনে রঙিন সাজ।

- বালুরঘাট দক্ষিন দিনাজপুর
ওয়েস্ট বেঙ্গল ভারত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area