Ads Area

ধর্ষণশ্রী -ভরত মণ্ডল

 "ধর্ষণশ্রী"

ভরত মণ্ডল

~~~~~~~~~~~~~~~~~~~~~~ আমাদের রাজ্যে কন্যাশ্রী রুপশ্রী যুবশ্রী , সব মেয়ে পাচ্ছে ফ্রী ৷ তেমনি মোদের রাজ্যে ধর্ষণ হতে লাগে না দেরি ৷ তাই ভয়ে ছটফট করি , কে জানে মুখ্যমন্ত্রী এই নারী , কখন যে বের করে বসবে ধর্ষণশ্রী , তাই ভয়ে ছটফট করি ৷ দেখে আসো অন্য রাজ্যে ধর্ষণের কেস , ফাঁসি আর জেলের ভাতেই হয়ে যায় শেষ , আর মোদের রাজ্যে ধর্ষণকারী ঘুরে বেড়াই বেশ ৷ একের পর এক শুনছি কত ধর্ষণের গল্প , আর নারীর জন্য বের হচ্ছে কতইনা প্রকল্প ৷ কি হবে এত শ্রী,কি হবে দান ? নারী হয়েও বুঝলেনা অন্য নারীর মান ! চায়না এত প্রকল্প,চায়না এত ভিক্ষা , পারলে তুমি করে দেখাও সমস্ত নারী রক্ষা ৷ খেলা খেলা খেলা বলে সাজিয়ে যাচ্ছ ধর্ষণের লাশ ভুলে যেও না তুমিও এক নারী ওই ধর্ষকই তোমায় একদিন করতে পারে নাশ ! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area