Ads Area

তুমি ছাড়া - আল আমিন মোহ



নিরন্তর অন্তরে আমার  বাজে প্রেমের বাদ্য কবে কন্যা তোমায় পাওয়ার- হবে আমার সাধ্য? তোমায় নিয়ে মনের খাতায় স্বপ্ন করি ভরাট তুমি কন্যা আমার হলে সফল হবে ললাট। তুমি আমার সাত রাজার ধন সোনা-রূপা মানিক মরার আগে তোমার মুখটি দেখি যেন খানিক। আমার সারা মন-গহীনে তোমার বসত শুধু তুমি ছাড়া হৃদয় যেন মরুভূমি ধূধূ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area