প্রেম বিরহ
তপন কুমার পাল ভালোবেসে আজ কেন দূরে তুমি হায়, ব্যথা ভরা জীবনের গল্প কাকে বলি,![]() |
তপন কুমার পাল |
নীরবে বিজন পথে একা একা চলি। বেদনার ছায়াপথে আঁখি বয়ে যায়। তুমি ছাড়া এই বুকে বেদনার বায়, ভালোবেসে করেছি যে কত ঢলাঢলি, তুমি মোর হৃদ বাগে প্রণয়ের কলি। তোমার পরশে জানি সুখ পাখি গায়। এসো ফিরে প্রিয়া মোর ফাগুনের বেলা, ভালোবেসে অপরাধী কেন আমি আজ, বলে যাও এতো জ্বালা দাও কোন্ প্রাণে, তব সাথে প্রেম রাগে করি আজ খেলা। তোমার বিরহে আজ মনে নাই সাজ। ভালবাসি রাশি রাশি বলি কানে কানে।