![]() |
তীর্থঙ্কর সুমিত |
আকাশখানা মেঘলা বড়
ঝির ঝির ঝির বৃষ্টি
অবাক চোখে তাকিয়ে খুকু
মন পিয়ানো সৃষ্টি।
কেউ আঁকেনা গল্প কথা
রূপকথারই ছবি
লিখতে গিয়ে থামছে আঙ্গুল
ব্যস্ত এখন কবি।
ছোটো খুকুর স্বপ্ন দেখা
বন্দি ঘরে খেলা
মনের কোণে বৃষ্টি নামে
বয়েই সারাবেলা।
তীর্থঙ্কর সুমিত
মানকুন্ডু ব্রাহ্মণপাড়া