দৈনিক লেখনী প্রতিযোগিতা
পর্ব- বিষয়-কবিতা :: বিভাগ-গদ্যকবিতা শিরোনাম – আমার প্রেম আমার কবিতা কলমে - এঞ্জ্যেল অঙ্কনা সিংহ তারিখ – ১৩/০৭/২০২২ --- ভরা বর্ষার প্রভাত ক্ষণে, ক্ষণিক বসন্তকাল অনুভূত হল, তব নগ্নতা পরশ, যাতনার অন্তরালে পরম সুখী করে। উচাটন মন দিগন্তের নীলাঙ্গণে, নীলাম্বরী ডানা মেলে, অহরহ সহস্রবার হারাই, তোমার হৃদয়ের ভাব রাশিতে। উচ্ছলতা কখনো আমার মনে, ক্লান্তি ডেকে আনে না, এখন দু’টি নদীর সঙ্গম, শুধুমাত্র সময়ের আপেক্ষিকতা। সহজাত প্রবৃত্তিতে তুমি আমার, দেহ মনের অধিকারী,বড় কঠিন তোমার নাগপাশ, সহসা মুক্তি বৃথা কল্পনা। নীশিথে হারানোর ভয়ে, যখন বুকে দুরুদুরু কাঁপন ওঠে, আরও বজ্র হয় তোমার আঁটুনি, অসহায় আত্মসমর্পণ। চেয়ে দেখি মনের দুয়ারে, আবার উঠেছে কালবৈশাখী মারীচ সম অবয়ব তার, ভয়ঙ্কর স্নিগ্ধতায় মোড়া মায়াবী। ---