Ads Area

বাসায় ফেরা -হারান চন্দ্র মিস্ত্রী

 বাসায় ফেরা

হারান চন্দ্র মিস্ত্রী
হারান চন্দ্র মিস্ত্রী



বাঁশের বনে ভোরের বেলা
পাখির কলরব,
বাসা ছেড়ে যাচ্ছে উড়ে
খুঁজতে খারার সব।

কেউবা সাদা কেউবা কালো
রঙিন পাখি কেউ,
নদী থেকে মাছ ধরে খায়
যত উঠুক ঢেউ।

অনেক পাখি গাছ থেকে খায়
পাকা পাকা ফল।
তাতে তাদের জীবন বাঁচে,
তাতে বাড়ে বল।

বেলা যখন পড়ে আসে
গায়ে ধরে ঝিম,
কিছু পাখি বাসায় তা দেয়
বুকে নিয়ে ডিম।

সন্ধ্যা তখন হবো হবো
আসে ফেরার ডাক,
শাবক সেথায় হাঁ করে রয়,
কাক দিয়েছে ডাক।

সারা দিনের ক্লান্তি শেষে
সংজ্ঞা ফিরে পায়,
সূর্য ডোবার সাথে সাথে
বাসায় ফিরে যায়।
______________
হারান চন্দ্র মিস্ত্রী
গ্রাম ও পো- আমতলা,কলকাতা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area