Ads Area

মধ্যবিত্ত - দেবত্রয়ী হালদার

       ---মধ্যবিত্ত---

জন্মেছি যে আমি মধ্যবিত্ত হয়ে
তাই সহ্য করার ক্ষমতাটা তৈরি হয়ে গেছে হৃদয়ে। 
ভেতরে ভেতরে যন্ত্রনা কুঁড়ে যতই খাক
সমাজ বলে তোদের একটাই কাজ, চুপ করে থাক। 
মধ্যবিত্ত মানেই অনেক জ্বালা
বাঁচার দায়ে তাই মুখে ঝুলছে তালা। 
রঙিন জগৎ প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকে
কী আর করা যাবে মধ্যবিত্ত যে, পড়ে আছি পকেটের ফাঁকে। 
চাহিদাগুলো ঢাকা পড়ে যায় মনেরই এক কোণে
মধ্যবিত্তরা আসলে যে স্বপ্ন বেঁচতে জানে। 
ভিক্ষার ঝুলি হাতে নিয়ে গরীবও হয়তো বাঁচতে জানে
মধ্যবিত্তদের সম্মানে লাগে তাই কেউ মরে সিলিং ফ্যানে কেউবা রেললাইনে। 
এলোমেলো চিন্তাগুলো দিতে থাকে মাথাচাড়া
অল্প নিয়েই তৃপ্ত থাকার রসদ খুঁজি মোরা। 
ইচ্ছেরা আজ দুচোখ জুড়ে স্বপ্ন দেখায় রোজ
হাজারো মধ্যবিত্ত শেষ হয় আত্মসম্মানে রাখে কি কেউ খোঁজ? 
ভাঙা-গড়ার এই খেলাতে অর্থবানই রাজা
মধ্যবিত্ত হওয়া তো অভিশাপ, এ যেন এক সাজা। 
উচ্চবিত্তরা পায় হাজার সম্মান হোকনা তাদের চরিত্র কলঙ্কিত
মধ্যবিত্তরা দ্বিধাগ্রস্থ তাই শেষ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত।। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area