অচেনা শহর
"""''''"'""""""""" সুদীপ ঘোষ
আমার চেনা চৌহুদ্দি এ
আমার চেনা চারপাশ ;
শুনশান সবই কর্ম বিহীন
জনশূন্য আশপাশ :
কার জীবনে কি যে লেখা
কেউ কখনও জানে ?
ব্যস্ত তবু সবাই এখন
দোকান বাজার ধ্যানে ।
সেই ফাঁকে তে চুরি করে
একটি দুঃখী ছেলে !
তার পকেটে পয়সা কোথায়
বাবা এখন, জেলে......
যাচ্ছিল সে রিক্সা নিয়ে
রেশন তুলবে বলে ।
কোত্থেকে এক বদমেজাজি
পুলিশ এলো তেরে :
দিন চলে না অল্প খাবার
রেশন তো নেই ঘরে :
ভগবানের দোহাই দিয়ে
কতদিন আর চলে ?
যে মেয়েটা সং সেজেছে
চৌ- মাথানির মোড়ে ;
সেই তো এখন হেঁসেল টানে
বাবুর পকেট মেরে ।
হে ভগবান আর কতদিন
গুনতে হবে প্রহর ?
জোট বাঁধো ভাই রুখে দাঁড়াও
বদলাতে এই শহর ।