অবহেলা
জাহাঙ্গীর আলম জুয়েল হেলায় পেলায় কেঁটে গেল দিন স্মৃতিরা কাঁদায় ফেরে, কি করে পাবো ফিরে সেই দিন বসে আছি স্মৃতি টানে। যেথায় জড়িয়ে পুরোনো স্মৃতি অতীতের মায়ার টান, বন্ধুদের সনে কতো খুনশুটি স্মৃতিতে গাঁথা অম্লান। হাইমচরের মজনু চাচার আচার খেতাম বাকীতে কতো, সেই স্মৃতিময় দিন- পড়লে মনে দুচোখে জল ঝরে অবিরত।জাহাঙ্গীর আলম জুয়েল |
বসে আছি স্মৃতি হাতড়ে খুঁজি নেই আগের মতো কিছু, শুনসান নিরবতা চারিদিক জুড়ে আমি আছি শুধু একা বন্ধুরা নেই কে কোথায় আছে আসেনা শিকড়ের টানে, অতীত স্মৃতি ভুলে থাকা দায় আসোনা বন্ধুরা ফিরে।