কাবিন গোলাপ মাহমুদ সৌরভ ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর, পাড়াতলী বর কনের বিয়ে হবে উভয় পক্ষ রাজি, টুপর মাথা আসবে বর কাবিন করবে কাজী। ঠিক হয়েছে দিন তারিখ বিয়ে হবে কনের, সাজাও বাড়ি মনের মতো আসবে স্বজন বরের।
বাড়ির পাশে গেইট সাজিয়ে বর বরণ আমন্ত্রণ, বর যাত্রী কণের যাত্রী পেলো সবে নিমন্ত্রণ। ফুলে ফুলে কনের বাড়ি সাজিয়েছে আজ, আলতা পায়ে মেহেদী হাতে কনে বিয়ের সাজ। নদীর ঘাটে জল কলস আনবে স্নানের পানি, বিয়ের স্নান করবে কনে হলদে মুখখানি।