Ads Area

উসুল -অম্লান বাগচী

 উসুল

--------

অম্লান বাগচী
-------------------

বিবেচনার ঘাড়ে চাপিয়েছ গুজব

অম্লান বাগচী

সে বোঝেনি কতখানি উদ্দাম হ'লে
জীবনের কাছে ধরা দেয় আশ্চর্য আলেয়া

কতখানি মিথ....ছড়িয়ে যাওয়ার আগে
স্বগতোক্তিতে জানিয়েছিল অক্ষমতা! 
তুলিকে সবটুকু দিয়ে যে রঙ
তার ভাষা কতখানি বুঝেছে ক‍্যানভাস

কতটা আয়োজন এভাবেই হাত বাড়িয়ে
ফিরে যায় নিষ্প্রভ মুখে
প্রাংশু ছায়াও কী বুঝেছে তার দৈর্ঘ‍্যের উপকথা

এভাবেই ভেঙে যায় বোঝার আদল

তোমার আমার পথ চাওয়া
আসা-যাওয়া, ছুঁয়ে ফেলা হৃদয়ের কথায়
ততটুকুই, যতটুকু নাচের মাহাত্ম‍্য বোঝ 
                                 টিকিটের উসুলে।

       ||-----------------------------------------||

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area