শেষকালে সিদ্ধি লাভ
গাছেরা করে জায়গা জোড়া, সরে না একদম,
সারাদিন তো দাঁড়িয়ে থাকে, করে না পরিশ্রম।
অক্সিজেনটা দেয় একটু, তাতেই এত ডাঁট,
ঘিরে নিয়েছে এই পৃথিবীর মস্ত বড় মাঠ!
ভালো কথায় কাজ হবে না, সব বেটাদের কাটো!
পরিবার যেন বাড়ে না আর, থাকে যেন ছোটোখাটো।
মেরে ওদের তক্তা বানাও, সাহস নয়কো কম!
জানে না বুঝি? ভয় করে না? আমরা যে ওদের যম!
বুঝেছি বোবার শত্রু নেই - তাই মুখ খোলে না তারা,
বিনা বাধায় দিচ্ছে জীবন, যাচ্ছে শয়ে শয়ে মারা।
করাত তোলে বড্ড আওয়াজ, কুড়াল তোলে ধুম,
পাখিরা দেখো গান ভুলেছে, ছুটেই গেছে ঘুম।
মানুষ মোরা চাই যে টাকা, আর মস্ত বড় মাঠ,
জায়গা - জমি কম পড়েছে, হবে বাজার - হাট ।
শেষে এল সেই বিনাশকাল প্রাণ করে আইঢাই,
মানুষ বুঝলো গাছ চাই , নইলে সব ছাই।