বিবর্ণ রুমাল
নাসরীন রেখা |
নাসরীন রেখা ৭/৪/২০২২ দিগন্ত জোড়া মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে আনমনে ভাবি বটের ঝিলিমিলি ছায়ায়। আমার কি করা উচিত কেন আমি দাঁড়িয়ে? হঠাৎ ধূলিঝড় আমাকে চাইছে ছিঁড়ে ফেলতে। মনের আঙিনায় শুরু হলো দমকা ঝড়। আমার পাশ দিয়ে দৌড়ে পালিয়ে গেল একটি খরগোশ। সে আমাকে দেখলো কি না তা আমি বলতে পারবো না ? আমার পকেটে একটি সাদা রুমাল কে দিয়েছে? কখন রেখেছি ? তা ও জানি না। আমি বুঝে উঠতে পাচ্ছি না আসলে আমার কী করা উচিত ? একটি পাহাড় আমার পাশে দাঁড়িয়ে আমি তা ও জানি না পাহাড়টা কাঁদছে কি না ? আমি ধূলিঝড় থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করছি। এক চিলতে মাথা লুকানোর আশ্রয়। ধূলিঝড় আমার স্বপ্নকে লণ্ডভণ্ড করে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলতে চায়। আমি স্বপ্ন দেখেছিলাম ফুল তোলা রুমালের মাঝে একটি সদ্যফোটা গোলাপ কলির। আমি নিজ হাতে রুমালটি কিনেছিলাম। এখন তা পকেটে বিবর্ণ।