Ads Area

জি জে আফরোজ’র নতুন কবিতা

 

◾জি জে আফরোজ◾

♣️গোহারা♣️ আমি নিতান্তই এক কাল্পনিক জগতে লুকিয়ে লুকিয়ে প্রবেশ করি। শুধুমাত্র স্বপ্ন নামক আত্মাকে স্পর্শ করে পরিস্ফুটিত শান্তিদেব তাই বলে। গোহারা হেরে বসে রহিয়াছি হেথা আত্মশুদ্ধি না পেলে বিশ্মিত বাকরুদ্ধ হয়ে রয়ে যাবে জি জে বোকা। ভরাডুবির নায়ের মাঝি পল্লবী কানন মুখরিত পুষ্পা নিখিল ভুবন জুড়ে দুঃখের লক্ষা ছুড়ি। আল্লাহ প্রভু ভগবান বিদ্বান মূর্ছান্নিত ঈর্ষান্বিত ক্ষুব্ধ ঋদ্ধ সবার চোখের দৃষ্টি কটু বাল্মিকী ম্যান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area