ক্যাশবুক
অজিত কুমার জানা
সম্পর্ক হড়কায় সিংহ বয়সে,
দামাল প্রেম চক্রবৎ সুর,
শরীর শিল্পের মার্ধুয্যে।
কর্তৃপক্ষের আত্ম আদালত,
রাজধানী স্থান বদল নিরন্তর,
ভেটফুল ফুটে আছে,
আঙুলের আলতো ছোঁয়ায়।
সময়ের চাকার শব্দ লিখে,
ক্ষতচিহ্ন জামানো ক্যাশবুক।
অজিত কুমার জানা
হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত।