Ads Area

ক্যাশবুক -অজিত কুমার জানা

 ক্যাশবুক 

অজিত কুমার জানা 

সম্পর্ক হড়কায় সিংহ বয়সে, 
দামাল প্রেম চক্রবৎ সুর,
শরীর শিল্পের মার্ধুয্যে। 

কর্তৃপক্ষের আত্ম আদালত, 
দ্বিধান্বিত ভাষায় মহুয়া শহর।
অজিত কুমার জানা 


রাজধানী স্থান বদল নিরন্তর, 
ভেটফুল ফুটে আছে, 
আঙুলের আলতো ছোঁয়ায়।

সময়ের চাকার শব্দ লিখে,
ক্ষতচিহ্ন জামানো ক্যাশবুক। 


অজিত কুমার জানা 
হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area