সূর্যাস্তব্যাপী
সুপ্রভাত মেট্যা
![]() |
সুপ্রভাত মেট্যা |
ধুলো উড়তে উড়তে ,সব ভালোয় সাদা হয়ে উঠছে পথ।
চমৎকার সকাল লিখে বড় হচ্ছে সময় ।
পাখিমহলে গানের সুর, দানার অক্ষর নিয়ে বেজে উঠে ,কানে লাগছে আমার ।কথা বলে ক্ষুধা ভুলে যাওয়া ছেলেমেয়েগুলি বয়সের গল্প করছে কোথাও।খোলা-হাওয়া-প্রয়োজন-লোভে এই মাঠ,শরীরের টান, প্রাণের মধুর শ্বাস ,
আহা প্রেম বড় কাব্যমধুময়.....
দূরে,অথচ দূরে ,
অনেক দূরে কোথাও আলোর শূন্যতায় তবু বেঁচে আছে প্রাণ ।
তবু কিছু অন্ধকার, এখনও অনাহার বিরহে অনাবশ্যক কুপি আলো জেগে আছে ,মন্দ ,মৃদু মৃদু....
আর সহস্র লিপির মৃত কলরব পাথর সংগ্রামের শেষ ছায়া হয়ে আছে কোথাও ,সূর্যাস্তব্যাপী।