ফাইয়াজ ইসলাম ফাহিম’র দু্ইটি কবিতা
এই পৃথিবীতে আমার বলে নেই কিছু
.
এই পৃথিবীতে আমার বলে নেই কিছু
তবুও ছুটছি টাকা -পয়সা মেকি সুখের পিছু,
এই পৃথিবীতে কোন কিছু থাকবে না নিজের
বয়সের ভারে চলে যাবো থাকবে মেকি স্বপ্নের জের
এই পৃথিবী আমার আমার করো না ভাই
এই পৃথিবীতে কিন্তু কিচ্ছু নাই,
এই পৃথিবীতে রঙ্গ - ঢঙ্গের নয়
এই পৃথিবী পরীক্ষার পাত্র যে হায়!
এই পৃথিবী স্বার্থপর রাখে না কাউকে বুকে
এই পৃথিবীর কথা ভুলে পরকালের কথা ভাবো
থাকবে যে খুব সুখে।
এই পৃথিবী'র মোহে বন্দি হয়ে থেকে না তুমি
এ পৃথিবীতে কিচ্ছু নেই পৃথিবী মেকি স্বপ্নের ভূমি।
এই পৃথিবী কারো নয়
খোদা তাআ'লার হয়
এই পৃথিবী পাপের জীবনটা পরীক্ষাময়
এই পৃথিবীতে ভালো কাজ করলে
পরকাল হবে তোমার শান্তিময়।
২.
টাকা পাগল
.
টাকা টাকা করে করলাম
জীবন শেষ
টাকা আছে এখন
নেই যৌবনের তেজ।
টাকা টাকা করে করলাম
কত কুকাজ
সেই টাকার চিন্তায়
দিশেহারা মাথায় পড়ছে বাজ।
টাকা টাকা করে
হারিয়েছি জীবনের ছন্দ
টাকা কখনো সুখ দেয় না
টাকায় মেকি আনন্দ।
টাকা টাকা করে
বয়স হলো ষাট
আমি হলাম লাট
যৌবন নেই এখন
টাকায় যে করলো আমারে বরবাদ।