Ads Area

মূল্য - আকাশ রহমান শুভ


মূল্য

আকাশ রহমান শুভ

বর্ণিল আলোর ধ্বংসলীলা প্রাচীন সভ্যতায়।
আবেগ টুটি টিপে ফেলি মৃতের কফিনে।
ভাঙারির কেজিতে লাশ প্রতি পিছ পঞ্চাশ হাজার।
মাছের মমিও কেজি প্রতি ৫০০ টাকা।
খাদ্যদ্রব্য? সে তো আকাশচুম্বী।
পৃথিবীরও আজকাল দাম হাঁকা হয়।
শুধু দুপেয়ে মানুষের মূল্য মৃত্যু অবধি।
যন্ত্রের দাম তো আরও বেশি, অন্ত্র মূল্য বিহীন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area