Ads Area

মৃত্যুঞ্জয়ী - শুভ্র মাহমুদ

মৃত্যুঞ্জয়ী শুভ্র মাহমুদ তোমার অনাকাঙ্ক্ষিত থেমে চাওয়া শব্দের সুর না পেয়ে আমি রুদ্ধ হয়ে যাই
তোমার থমকে যাওয়া কন্ঠের সুর না উঠা আমার মৃত্যুঞ্জয়ী অসুখ মৃত্যুর দোয়ার কার্যকারিতাও বেড়ে যায় মৃত্যু দ্রুত সাক্ষাৎ নেই তোমার কন্ঠের সুর আমাকে ফিয়িয়ে আনে দেহের মৃত্যু নাহি আসে তোমার মনমাতানো ভালোবাসার টানে আকাশ প্রেয়সী তোমারী আগনে ফিরে আসে নিশ্বাস ফিরে আসে প্রান মৃত্যুঞ্জয়ী মন বেঁছে ফিরে তোমার আগমনে তুমি আশা আকাংখ্যা মৃত্যুঞ্জয়ী উদ্ধার কৃত মায়াদেবী

শুভ্র মাহমুদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area