ক)
বরং তারা
নিজেদের সাথেই প্রতারণা করে
বিবর্তনের খেলায় মেতেছে
যেখানে প্রচ্ছদ একটা সার্বজনীন মঞ্চ।
গুটিয়ে যায় আশ্বাসের ছেঁড়া পাল
তাড়িয়ে বেড়ায় শঙ্খের বিনম্র মিছিল।
দায় বেড়েছে
আজকের বালিরাশি তুললে ঝড়
পালাতে থাকে চতুর মেঘ,
বিবর্ণ যত পোকাদের মতো
বেখেয়ালী মন
ছোঁয়া লেগেছে যদিও
জলরাশির চতুরঙ্গ চঞ্চলতায়
জমকালো জলরঙ
দুই)
উৎসব
তীরঘেঁষে বাও রঙ্গিলা নাও
স্ফীতোদরা দুরন্ত নদীর ঢেউ
চলনসই সিগনাল পেয়ে ছুটছে
ক্ষুুুৎপীড়িত চক্ষুজলে পিচুটি পড়েছে
আটঘাট বেঁধেছে দোলনচাঁপা
চয়নিকার ভরাট দুপুর মাতাবে
অক্ষরের ভরাট ললাট
তিন)
নৈমিত্তিক
চোরগুলো এখন শকটের গ্রিল কেটে চলেছে
চাকা করেছে ফুটো
অন্ধকারের ঘাড়ে বসা ভূতেরা নেমে আসবে সমতলে
ছাকন কাগজে জমেছে ধুলো
ধরানো হলোনা সততার অনিবার্য চুলো
মোহাম্মদ শহীদুল্লাহ
ঠিকানা প্রগতি হোমিও ফার্মেসী শ্যামগঞ্জ বাজার ময়মনসিংহ