Ads Area

জাগো নারী - রমা গুপ্ত

জাগো নারী

রমা গুপ্ত
তারিখ- ২৭/০৬/২০২২

জাগো ওগো নারী হও প্রতিবাদী
কর পণ প্রথা নিকেশ,
মেয়ের বিয়েতে কত শত পিতা
পণের কারণে হয় নিঃশেষ।

প্রতিবাদ করে দাও বিয়ে ভেঙ্গে
রও উঁচু করে শির,
সমাজের বুকে পণ আজো বেঁচে
নিকাশের লক্ষ্যে থাকো স্থির।

লোভাতুর যারা পণ নেয় তারা
পণে-ই মাপে কনের মান,
কনেকে সুখেতে রাখেনা কখনো 
করে লাঞ্ছনা সদা অপমান।

পণ দেওয়া নেওয়া উভয়ই দোষের
দুজনেই সম অপরাধী,
দৃঢ়তার সাথে লড়ে যাও তাই
 হও কঠোর বিরোধী।

ভালোবাসা ওদের ঠুনকো জেনো
বৈভবটাই বেশি দামি,
লুণ্ঠিত ওরা পাষাণ সম
হয় না আদর্শ স্বামী।

হয়োনা অবোধ করো পণ প্রতিরোধ
আইনের পথে থাকো ঠিক
সোচ্চার হয়ে বলো উঁচু রবে
ভিখারি তোমাদের শত ধিক।
রমা গুপ্ত
Attachments area

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area