জীবাশ্ম ------------- সোমা মল্লিক ---------------- আমি অন্তঃসারশূন্য এক মৃত মানুষ, আর কোন অনুভূতি আমার মন টোলে না, দিন দিন একা থাকার অভ্যাসটা বেড়ে চলেছে, কথার দল হরতল ডেকেছে কোন মিছিল ছাড়ায়। রোজ রাতে খোলা জানালা ভেদ করে, আকাশের গায়ে ভেসে থাকা তোমার দেখানো, ছোট ছোট স্বপ্নগুলোর পাতা উল্টে দেখি, আর ভাবি কত কোটি লেখা এখনো বাকি। নতুন কিছু হবে এই আশায় রোজ আলো জ্বালায়, আবার অপমানের সাইক্লোন সে আলো নিভিয়ে যায়, মনের বারান্দা জুড়ে পড়ে থাকে, অনুভূতির ধ্বংসস্তূপের পোড়া ছাই। নিজেই নিজের কষ্ট দেবার অধিকারটা, দায়িত্ব নিয়ে অন্যের হাতে তুলে দিয়েছি, ঠিকানা খুঁজে বেড়ায় কঙ্কাক্রিটের চারদেওয়ালে আবদ্ধ হয়ে, কত দূর গেলে আর ছোঁয়া যাবে না ভালোবাসাকে। ভিতরের 'কেন'র ভীড়ে মনের অস্থিরতা বেড়েয় চলে, মারাত্মক রূপ নেই এই একা থাকার অভ্যাসটা , সবকিছুই একদিন চিতার আগুনে শেষ হবে জেনেও, জীবনকে জীবাশ্ম করে তুলি ডায়েরি পাতায়...... |