Ads Area

ডাক্তার - তীর্থঙ্কর সুমিত

ডাক্তার
তীর্থঙ্কর সুমিত


দেখে যাও একবার ডাক্তার কেরামৎ
নাক দিয়ে রুগী দেখে করে তিনি মেরামত
হিসেবের গড়মিলে হাত কাঁপে থরথর
পেটে ব্যাথা হলে তার গায়ে আসে দুম জ্বর
এই নিয়ে চিৎকার হুল্লোড় পাড়া মাত
তীর্থঙ্কর সুমিত


'শ'য়ে 'শ'য়ে রুগী এলে ধরে তার আমবাত
বিদঘুটে চেহারায় তেল মাখা গোঁফ তার
একশোটা ওষুধে দেড়আনা দেয় ছাড়
গেঁটে বাত ঘেঁটে দেখে দেয় হাত বুলিয়ে
গোটা চার ব্যাঙভাজা রেখে দেয় লুকিয়ে
চাওয়াচায়ি মুখ দেখে চশমাটা নামিয়ে
বলে আমি বেশ আছি চারআনার রুগী নিয়ে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area