চেতনার নজরুল গোলাপ মাহমুদ সৌরভ শব্দ বিনয়ী কবি তুমি হে চেতনার নজরুল কাব্য রসের মহাগুরু সাহিত্যে ফুটেছে ফুল। যেখানে দেখেছো অন্যায় করেছো বিদ্রোহ তুমি, তুলেছো প্রতিবাদের ঝর তোমাতে ধন্য মাতৃভূমি। হে কবি তারুণ্যের নজরুল তুমি সাহিত্যে ফুটা ফুল, তাইতো চেতনায় উজ্জীবিত পিছপা হওনি একচুল। কালজয়ী হয়ে আছে, তুমি এক কিংবদন্তি কবি মুক্ত সাহিত্যের কাছে। নতুন সৃষ্টির উল্লাসে তুমি লিখেছো কবিতা গান, আজও অমর হয়ে আছো পেয়েছো সর্বচ্চ সম্মান। |