টাকার লালসা হারান চন্দ্র মিস্ত্রী কোটি কোটি টাকা সিন্দুকে রাখা, ধরা পড়ি যদি পাছে, ভেবে বেশিটাই বেনামে জমাই তাতে কোনো দোষ আছে? আয়কর দিলে বহু যাবে চলে তাতে হবে ক্ষতি তাই, ধরা পড়ি যদি কেঁদে হবে নদী দরকারে জেলে যাই। সাত দশ বারো ধরো কিছু আরো কয়েক বছর যাবে, তারপর ফিরে দখিনা সমীরে শরীর আরাম পাবে। এবারে এ টাকা হয়ে যাবে ফাঁকা, ঠকিয়ে উপায় করা, যত রাখি ধরে তবু যায় সরে অবশেষে পড়ি ধরা। কেউ কি তাহা জানত? পুকুরেতে নেয়ে শাক ভাত খেয়ে দিন কাটানোটা মানতো। _______________ হারান চন্দ্র মিস্ত্রী পেশা-প্রাথমিক শিক্ষক গ্রাম ও পো- আমতলা, থানা-ক্যানিং, জেলা-দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, |