Ads Area

ডিম - মম

 ডিম

©মম
এইমাত্র খেলাম ঘোড়ার ডিম ভেজে।
বাইরে বৃষ্টি হচ্ছে খুব তেজে।
মঙ্গল গ্রহে আমার বাস।
ঘোড়া ভরা চারপাশ।
বড় বড় বড় তাদের রুপুলি ডিম কত।
পড়ে আছে পৃথিবীর নুড়ির মত।
সাইজে তবে অনেক বড়।
যদি পৃথিবীর মাটিতে ওজন কর,

তবে 
এক একটার ওজন ষোলো কেজি হবে।
আমি তো একটা ভেজে খেয়েই 
গলা পর্যন্ত ভরালাম আজ, এখানে।
আমি ছিলাম পৃথিবীর মেয়েই।
বহু বছর কাটিয়েছি সেখানে।
এখন মঙ্গল গ্রহে থাকি।
তবে পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area