হাত ফেরি
অজিত কুমার জানা
জেলা,শহর একই পাড়া,
অন্তমিলের শ্রেষ্ঠ পদ্য।
একই পথ, দিগন্ত এক,
জোড়া হাঁস অন্তরঙ্গ দিঘি।
ডায়রির পাতায় অমর সেতু,
বাকি শুধু সূর্য্যকে দেখানো-
সহসা ফোন, কিসের ঘন্টা!
লাইনের তার পুড়ে যায়।
প্রথম দৃশ্যের পর্দা নামে,
নুনের ছিটে, দগদগে ক্ষত,
হাত ফেরির গল্প কলম লিখে।
অজিত কুমার জানা
হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত।