Ads Area

হাত ফেরি - অজিত কুমার জানা

 হাত ফেরি 

অজিত কুমার জানা 

জেলা,শহর একই পাড়া, 
অন্তমিলের শ্রেষ্ঠ পদ্য। 
একই পথ, দিগন্ত এক, 
জোড়া হাঁস অন্তরঙ্গ দিঘি।
ডায়রির পাতায় অমর সেতু, 
বাকি শুধু সূর্য্যকে দেখানো-
উভয় লিঙ্গের দুটো হাত।
অজিত কুমার জানা 


সহসা ফোন, কিসের ঘন্টা!
লাইনের তার পুড়ে যায়।
প্রথম দৃশ্যের পর্দা নামে, 
নুনের ছিটে, দগদগে ক্ষত, 
হাত ফেরির গল্প কলম লিখে। 


অজিত কুমার জানা 
হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত। 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area