সেই সব দিনরাত্রি
শান্তনু গুড়িয়া
মন ছিল তখন সাদা কাগজ
আবেগঘন ঝুঁকে পড়তাম সহজে
ফ্যান্টাসি যত খেলে বেড়াত
অপরিণত মগজে !
অনন্ত খুশির ঢেউ নিয়ে দুনিয়াটা
যেন হাতের মুঠোয় |
আঁধারে, আলোয়
কত রহস্যময়ীর আনাগোনা,
ঠোঁটের শিল্পিত খেলায় মনে হত
খনির থেকে যেন উঠে আসছে সোনা ;
ছিল চুপিচুপি নিজেকে নিঃস্ব করার
আত্মপ্রবঞ্চনা,
এভাবেই কত কত সুখের স্বর্গ রচনা...
মরালী গ্রীবার বিদ্যুৎ ঝলক হাসি
ঘুরিয়ে দিত মাথা
আর রোম্যান্টিক কবিতায় ভরে যেত খাতা |
------------------------------ ------------
হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত